হারামের ভেতরেই নারীদের বোর্ড গেম! - জিনিয়াস ২৪ বিডি

নতুন কিছু জানতে সব সময় চোখ রাখুন

Smiley face

সর্বশেষ

Home Top Ad

For add : 01689145308

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 24 February 2018

হারামের ভেতরেই নারীদের বোর্ড গেম!



সৌদি আরবের মক্কা শহরে মসজিদুল হারামের ভেতরে বসে বোর্ড গেম খেলে বিপাকে পড়েছেন চার নারী। তাদের নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সৃষ্টি হয়েছে বিতর্ক।

সৌদি প্রশাসনের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস নিউজের খবরে বলা হয়,  শুক্রবার সকাল ১১টার দিকে, মসিজিদের ভেতরে কিছু নারীকে বোর্ড গেম খেলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে সেখানে মসজিদের কিছু মহিলা কর্মী যেয়ে তাদের তাস খেলতে নিষেধ করেন। এসময় তারা সহযোগীতাপূর্ণ আচরণ করে স্থান ত্যাগ করেন।

এদিকে  ঘটনাটি নিয়ে গণমাধ্যমগুলোতে  মতবিরোধ দেখা গেছে। অনেকেই মসজিদে নারীদের বোর্ড খেলাকে নিন্দা জানিয়েছেন। অনেকেই আবার তা সাধারণভাবেই নিয়েছেন।

২০১৫ সালের শুরু দিকে, মদিনায় মসজিদে নববীতে কয়েক কিশোরদের তাস খেলাকে কেন্দ্র করে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। এসময় দায়িত্বরত কর্মকর্তারা তাদের আটক করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here
Top