‘স্ত্রীকে বলেছি আরও সন্তান চাই’ - জিনিয়াস ২৪ বিডি

নতুন কিছু জানতে সব সময় চোখ রাখুন

Smiley face

সর্বশেষ

Home Top Ad

For add : 01689145308

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 24 February 2018

‘স্ত্রীকে বলেছি আরও সন্তান চাই’



বিজেপি বিধায়কের মন্তব্যে ফের বিতর্কের ঝড় উঠেছে। ভারতের উত্তরপ্রদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক বিক্রম সাইনি বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর আইন না হওয়া পর্যন্ত  হিন্দুরা আরও বেশি করে সন্তানের জন্ম দিক।’

সাইনি উত্তরপ্রদেশের খাটাউলের বিধায়ক। শুক্রবার মজফ্ফরনগরে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি আমার স্ত্রীকে বলেছি, ‘যতদিন আইন না হয় ততদিন একের পর এক সন্তানের জন্ম দিতে হবে। যদিও আমার স্ত্রী দু'য়ের বেশি সন্তান চায় না। আমি চাই অন্তত ৪ থেকে ৫টি সন্তান হোক আমাদের।’

এই প্রথম নয়। সাইনির মুখ থেকে এর আগেও বারবার বিতর্কিত মন্তব্য বেরিয়েছে। চলতি বছর জানুয়ারিতে তিনি বলেছিলেন, ''ভারত হিন্দুদের দেশ। কারণ ভারতের নাম হিন্দুস্থান।' তার এই মন্তব্য রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছিল।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here
Top