অকেজো উপগ্রহ আছড়ে পড়বে পৃথিবীতে! - জিনিয়াস ২৪ বিডি

নতুন কিছু জানতে সব সময় চোখ রাখুন

Smiley face

সর্বশেষ

Home Top Ad

For add : 01689145308

Post Top Ad

Responsive Ads Here

Monday 19 February 2018

অকেজো উপগ্রহ আছড়ে পড়বে পৃথিবীতে!



২০১৭ সালের মার্চ মাসেতিয়ানগং-১ নামে চীনের একটি উপগ্রহ  অকেজো হয়ে যায় বলে ইউএন'কে জানায় দেশটি। যদিও এর বেশি কোনো তথ্য জানায়নি চীন। সম্প্রতি সংবাদসংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, তিয়ানগং-১ স্পেস স্টেশনটি এখন চীনের আয়ত্বের বাইরে চলে গেছে। অর্থাৎ, সেটি এখন নিয়ন্ত্রহীন অবস্থায় মহাকাশে ঘুরছে এবং তীব্র গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে।

রয়টার্স বলছে, তিয়ানগং-১ উপগ্রহের ওজন প্রায় ১৮ হাজার পাউন্ড। ফলে এই বস্তুটি যেখানে এসে পড়বে, সেই জায়গার কী হাল হতে পারে, তা নিয়েই উদ্বেগ। তবে ক্যালিফর্নিয়ার এরোস্পেস কর্পোরেশনের বৈজ্ঞানিক অ্যান্ড্রু আব্রাহাম বলেন, উপগ্রহটি তার সম্পূর্ণ ওজন নিয়ে পৃথিবীকে আঘাত করবে না। মহাকাশের দীর্ঘ পথ পাড়ি দিতে দিতেই এটি ভেঙে ছোট ছোট টুকরা হয়ে যাবে।

ছোট ছোট টুকরোগুলি কোথায় পড়বে তা বলা বিজ্ঞানীদের অসাধ্য। তারা বলছেন, টুকরাগুলো পৃথিবীর ৪৩ ডিগ্রি উত্তর ও দক্ষিণ দ্রাঘিমায় আঘাত করতে পারে। তবে পৃথিবীতে আঘাত করার দু’দিন আগে পর্যন্তও বলা সম্ভব হবে না, টুকরোগুলো কোথায় পড়বে। আনুমানিক, চলতি বছরের মার্চের শেষের দিকে তিয়ানগং-১ উপগ্রহের ভগ্নাংশ পৃথিবীর মাটিতে আছড়ে পড়বে। সূত্র: জিনিউজ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here
Top