আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডা পোস্ট একটি স্মারক ডাক টিকিট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
প্রবাসী বাঙালিদের আবেদনের প্রেক্ষিতে মন্ট্রিয়লের কোট দে নেইক-এনডিজি বরো কাউন্সিলের সভায় এই প্রস্তাব উপস্থাপন করেন সিটি কাউন্সিলর মারিভিন রটহ্যান্ড। পরে তা সর্ব সম্মতিক্রমে অনুমোদন দেন বরো মেয়র সু মন্ট গোমারি। ফলে আগামীতে কানাডার ডাক টিকিটে স্থান পেতে যাচ্ছে- বাংলাদেশের শহীদ মিনার।
উল্লেখ্য, বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান এবং স্বীকৃতি অর্জন করেছে, যার সূচনা হয়েছিল এই কানাডা থেকে। আর তার রূপকার ছিলেন ভ্যাংকুভারের রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম।
No comments:
Post a Comment