সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলের ম্যানহাটনের বাসায় ডাকযোগে একটি খাম পাঠানো হয়। খামটি খোলার পর ট্রাম্পের পুত্রবধূ ভেনেসা ট্রাম্প দেখতে পান সেটিতে সাদা পাউডার ভরা একটি চিঠি রয়েছে।
রহস্যজনক চিঠিটি খোলার পর ভেনেসাসহ আরও দুই জনকে হাসপাতালে নেয়া হয়।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, তাদের প্রাথমিক পরীক্ষায় ওই সাদা পাউডারে ক্ষতিকর কোনও উপাদান পাওয়া যায়নি।
পরে আইনপ্রয়োগকারী সংস্থা সিবিএস নিউজকে জানায়, ওই পাউডার মূলত কর্ন স্টার্চ বা ভুট্টার শ্বেতসার।
খামটি খোলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভেনেসার সাথে আরও দু'জনকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়। তাদের মধ্যে একজন হচ্ছে ভেনেসার মা বনি হেইডেন, কিন্তু আরেকজনের পরিচয় জানাতে পারেনি কোনও সংবাদ সংস্থা।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পরে তার স্ত্রী ও সন্তানদের সুস্থ থাকায় স্বস্তি প্রকাশ করে একটি টুইট করেন।
দেশটির সিক্রেট সার্ভিস জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
এর আগে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের ভাই এরিককে হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতেও সন্দেহজনক সাদা পাউডার ছিল, যা ক্ষতিকারক নয় বলে প্রমাণিত হয়।
No comments:
Post a Comment