প্রকাশ্যে প্রস্রাব করে ভারতে মন্ত্রীর ছবি ভাইরাল - জিনিয়াস ২৪ বিডি

নতুন কিছু জানতে সব সময় চোখ রাখুন

Smiley face

সর্বশেষ

Home Top Ad

For add : 01689145308

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 17 February 2018

প্রকাশ্যে প্রস্রাব করে ভারতে মন্ত্রীর ছবি ভাইরাল


প্রকাশ্যে মলমূত্র করা নিয়ে একের পর এক সমালোচিত হচ্ছে ভারত। সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিবিদ থেকে রাজ্যসভা ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পর্যন্ত বিদ্ধ হয়েছেন এ সমালোচনার। প্রকাশ্যে প্রস্রাব করে  রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী কালীচরণ সরাফের নাম ও ছবি ভাইরাল হয়ে পড়েছে এবার।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'স্বচ্ছ ভারত' গড়ার দেশজুড়ে চালানো বিজেপি প্রচারাভিযানের মূলে কুঠারাঘাত করলো যেন এ ছবি। বিজেপি শাসিত অন্যতম এ রাজ্যের এক শীর্ষ মন্ত্রীর এ কর্মকাণ্ডে বুঝা যাচ্ছে প্রদীপের নিচেই অন্ধকার লেগে আছে এখনো।

জয়পুরের রাস্তার ধারেই গাড়ী থামিয়ে  কালো কোট প্যান্ট পরা অবস্থায় প্রকাশ্যে প্রস্রাব করছিলেন কালীচরণ সরাফ।  তার এ অপকর্মের ছবি ক্যামেরাবন্দি হয়ে পরে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দেশ বিদেশের সংবাদমাধ্যমেও এ ছবি ওঠে এসেছে।

এদিকে কালীচরণ এটিকে বড় কোন ইস্যু বলতে নারাজ। তবে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রীর এই কর্মকাণ্ড নিয়ে অস্বস্তিতে ফেলেছে বিজেপি নেতৃত্বকে। সেইসাথে সামাজিক গণমাধ্যমে অনেকেই মন্ত্রীর এই কাজের সমালোচনায় সরব হয়েছেন।

আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, এই ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রীর বিরুদ্ধে সমালোচনায় করে প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি অর্চনা শর্মা বলেন,'যখন স্বচ্ছ ভারত অভিযানে প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে, সেই সময়ে নেতাদের এই সব জঘন্য কীর্তির ফলে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে।' তিনি আরও জানান, ঢোলপুর উপনির্বাচনের সময়েও ওই মন্ত্রীকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা গিয়েছিল।

উল্লেখ্য, রাস্তায় প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা করার নিয়ম চালু রয়েছে রাজস্থানে। কিন্তু এক মন্ত্রীকেই দুইবার এই কর্মকাণ্ড করতে দেখা গেলে এ নিয়ম এখন প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন রাজ্যসরকারের অনেকেই।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here
Top