বাঘ-ভালুকের শ্বাসরুদ্ধকর লড়াই (ভিডিও) - জিনিয়াস ২৪ বিডি

নতুন কিছু জানতে সব সময় চোখ রাখুন

Smiley face

সর্বশেষ

Home Top Ad

For add : 01689145308

Post Top Ad

Responsive Ads Here

Friday, 2 March 2018

বাঘ-ভালুকের শ্বাসরুদ্ধকর লড়াই (ভিডিও)



চরম হিংস্র শিকারি প্রাণী বাঘ আর ভালুকের মধ্যে লড়াইয়ের ভিডিও খুব কম দেখা যায়। সম্প্রতি ভারতের মহারাষ্ট্র রাজ্যের টাডোবা ন্যাশনাল পার্কে এমনই একটি ধুন্ধুমার লড়াইয়ের দৃশ্য ধারণ করে ইন্টারনেটে প্রকাশ করলে তা ভাইরাল হয়ে যায়।


বাঘ-ভালুকের লড়াইয়ের দৃশ্যটি মোবাইল ক্যামেরায় ধারণ করেন ব্যাম্বু ফরেস্ট সাফারি লজের প্রধান প্রকৃতিবিদ অক্ষয় কুমার।
সে সময় তিনি কয়েকজন পর্যটককে ওই এলাকায় নিয়ে গিয়েছিলেন। অক্ষয় জানান, প্রায় মিনিট ১৫ ধরে এই লড়াই চলে।

এনডিটিভি জানিয়েছে, বুধবার দুপুরে টাডোবা জাতীয় উদ্যানের এক কর্মচারী জানান, শাবকসহ একটি ভালুক পানির খোঁজে জামুন বডি জলাশয়ের কাছে এসে পড়ে। সেটি উদ্যানের একটি পূর্ণবয়ষ্ক পুরুষ বাঘ মটকাসুরের এলাকা।
তার এলাকায় অবাঞ্ছিত আগন্তুককে ঢুকতে দেখে বাধা দিতে যায় মটকাসুর। কিন্তু, তাকে দেখেও মা ভালুকটি তার শাবককে নিয়ে পানির দিকে এগিয়ে যেতে থাকে। এরপরই ভালুকটির ওপর ঝাঁপিয়ে পড়ে মটকাসুর। বাচ্চাকে বাঁচাতে পাল্টা হামলা চালায় মা ভালুকটি।

ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্টের সভাপতি অনিশ আন্ধেরিয়া জানান, এই প্রজাতির ভালুক সাধারণত খুব সহজেই কাবু হয়ে পড়ে। তবে এক্ষেত্রে ভালুকটির বড় বড় লোমের কারণে সে বাঘের থাবা থেকে বেঁচে গেছে।
বড় লোমের কারণে বাঘটি কোনোভাবেই ভালুকটিকে ঠিক মতো ধরতে বা বাগে আনতে পারেনি। ১৫ মিনিটের লড়াইয়ে বাঘ আর ভালুক— দু’টিই ক্ষতবিক্ষত হয়েছে। আর লড়াইয়ের মাঝে শাবকটি চলে যাওয়ায় মা ভাকলুটিও কিছুক্ষণ পরে চলে যায়।

https://www.youtube.com/watch?v=sZ7NAR1DcV8

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here
Top