
সহকর্মীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলা সাধারণভাবে অনৈতিক বলে বিবেচনা করা হয়, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়।
কিন্তু অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস এই অলিখিত নিয়মটি সম্পর্কে মোটেও অবগত নন বলে মনে হয়।
তার অফিসের কর্মচারীর সঙ্গে জয়েসের যৌন সম্পর্ক থাকার কথা গত সপ্তাহে প্রকাশ হওয়ার পর থেকে তিনি দারুণ চাপের মধ্যে আছেন।
জয়েসের ২৪ বছরের বিবাহিত জীবনেও ভাঙ্গন ধরেছে। দেশটির রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে।
আর এ ঘটনা চাউর হবার পর বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল কর্মচারীদের সঙ্গে সব মন্ত্রীর যৌন সম্পর্ক তৈরি নিষিদ্ধ ঘোষণা করেছেন।
বিষয়টি শুনতে হাস্যকর মনে হলেও এটিই এখনকার সবচেয়ে আলোচিত পলিটিকাল স্টোরি।
প্রধানমন্ত্রী টার্নবুল রিপোর্টারদের বলেন, 'বিষয়টিকে একদম পরিস্কার করে সবাইকে বুঝিয়ে দিতে এই পরিবর্তন করা হল। আমি স্পষ্ট করে জানাচ্ছি এখানকার অফিসগুলোতে, মন্ত্রীদের অফিসে মন্ত্রীরা অবশ্যই নিয়ম মেনে চলবেন। তারা বিবাহিত হন আর অবিবাহিত থাকুন, কোনভাবেই, কোনও অবস্থাতেই তাদের কর্মচারীদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াবেন না।'
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে টুইটারে বিষয়টিকে নিয়ে বিভিন্ন কৌতুক ছড়িয়ে পড়ে।
Top
No comments:
Post a Comment