চুক্তি অনুযায়ী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েও ঠিকমতো পারিশ্রমিক পাননি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
প্রতারণায় অভিযুক্ত ওই শিল্পপতির নাম নীরব মোদী; যার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে প্রিয়াঙ্কার পক্ষ থেকে।
মোদীর গহন প্রতিষ্ঠানের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করতেন প্রিয়াঙ্কা। তখনই এ ঘটনা ঘটে।
একাধিক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, প্রিয়াঙ্কার ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে সম্প্রতি এই অভিযোগ জানানো হয়েছে। একটি বিজ্ঞাপনে কাজ করলেও চুক্তিমতো পারিশ্রমিক প্রিয়াঙ্কা পাননি বলে অভিযোগ।
সংবাদমাধ্যমে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া বলেন, 'আশাহত। কী হচ্ছে এ সব!’
এ বিষয়ে অবশ্য প্রিয়াঙ্কার কোনও আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। এবং কি পরিমাণ অর্থ তার পাওনা রয়ে গেছে তাও বিস্তারিত জানা যায়নি।
No comments:
Post a Comment