দত্তক নেওয়া হিন্দু ছেলেকে সে রীতিতেই বিয়ে দিলো মুসলিম পরিবার - জিনিয়াস ২৪ বিডি

নতুন কিছু জানতে সব সময় চোখ রাখুন

Smiley face

সর্বশেষ

Home Top Ad

For add : 01689145308

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 14 February 2018

দত্তক নেওয়া হিন্দু ছেলেকে সে রীতিতেই বিয়ে দিলো মুসলিম পরিবার

হিন্দু পরিবার থেকে দত্তক নেওয়া এক ছেলেকে সে ধর্মেরই রীতি অনুযায়ী বিয়ে দিয়ে উদারতার পরিচয় দিলো ভারতের উত্তরখণ্ডের দেহরাদূনের এক মুসলমান পরিবার।

এ ঘটনার মধ্য দিয়ে ধর্ম পরিচয়ের চেয়ে সন্তান প্রেম যে অনেক বড় সেই প্রমাণ হলো বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়।

হিন্দু পরিবার থেকে দত্তক নেওয়া ছেলেকেও যে তারই ধর্ম এবং সংস্কারে বড় করে তোলা যায়, সে দৃষ্টান্ত আগেই তৈরি করেছিলেন দেহরাদূনের বাসিন্দা মউনুদ্দিন এবং তার স্ত্রী কওসার। এবার তার বিয়েও দিলেন হিন্দু রীতি মেনেই।

গত ৯ ফেব্রুয়ারি, বিয়ে হয় রাকেশ রাস্তোগি নামে ওই যুবকের। তার স্ত্রী সোনি হিন্দু পরিবারের মেয়ে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ বলেছেন, ছোট থেকেই আমি দোল, দিওয়ালি-সহ হিন্দুদের যাবতীয় উৎসব এবং পার্বণে অংশে নিয়েছি। আব্বা-আম্মু কখনও আপত্তি করেনি। ওরা আমাকে খুব ভালবাসেন এবং যে কোনও কাজেই উৎসাহ দিয়েছেন। এমনকী আমার বিয়েতেও।

রাকেশের যখন ১২ বছর বয়স, তখন তাকে দত্তক নিয়েছিল মউনুদ্দিন দম্পতি। ছোট থেকে হিন্দু সংস্কৃতি মেনেই রাকেশকে বড় করে তুলেছিলেন তারা।

কখনও তার ওপর ধর্মীয় নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়নি। তাই দোলের রং হোক বা আলোর উৎসে- নিজের বাড়িতেই পালন করেছেন রাকেশ।

তার কথায়, আমি বুঝতেই পারিনি একটি মুসলিম পরিবারে বেড়ে উঠছি। পুজাও নিজের মতো করে করতাম।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here
Top