ফিল্মফেয়ার জিতলেন জয়া - জিনিয়াস ২৪ বিডি

নতুন কিছু জানতে সব সময় চোখ রাখুন

Smiley face

সর্বশেষ

Home Top Ad

For add : 01689145308

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 18 February 2018

ফিল্মফেয়ার জিতলেন জয়া


প্রথম বাংলাদেশি অভিনেত্রী হিসেবে ভারতীয় দামি সিনেমা পুরস্কার ‘ফিল্মফেয়ার’ (পূর্ব) জিতেছেন জয়া আহসান। ‘বিসর্জন’ ছবির জন্য তিনি ‘জনপ্রিয়’ ক্যাটাগরিতে ‘সেরা অভিনেত্রী’ পুরস্কার পেলেন।


জয়া আহসান অবশ্য সমালোচক ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছিলেন। এরআগে দু’দুবার মনোয়ন পেয়েছিলন— ‘আর্বত’ ও ‘ঈগলের চোখ’ সিনেমা দুটির জন্য।

সমালোচক বিভাগে জয়া আহসানের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন অর্পিতা চ্যাটার্জি (চিত্রকর), ইশা সাহা (প্রজাপতি বিস্কুট), সোহিনী সরকার (দুর্গা সহায়)। আর জনপ্রিয় বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ইশা সাহা (প্রজাপতি বিস্কুট), রুক্মিণী মৈত্র (ককপিট), স্বস্তিকা মুখার্জি (অসমাপ্ত), সোহিনী সরকার (বিবাহ ডায়েরিজ)।
শনিবার বিকেলে কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে ‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (পূর্ব) ২০১৮’ প্রদান করা হয়।
বাংলাদেশ থেকে এবার আরও মনোনয়ন পেয়েছিলেন চিরকুটের সুমী ও পাভেল আরীন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির ‘আহারে জীবন’ গানের জন্য সেরা সংগীতশিল্পীর (নারী) মনোনয়ন পেয়েছিলেন সুমী। আর একই ছবির আবহসংগীতের জন্য মনোনয়ন পেয়েছিলেন পাভেল আরীন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here
Top