বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা নতুন নয়! প্রতিবছরই যান্ত্রিক ত্রুটি, বিরূপ আবহাওয়াসহ বিভিন্ন কারণে দুর্ঘটনার কবলে পড়ে একাধিক বিমান। সাধারণত দুর্ঘটনা কবলিত বিমানের যাত্রীদের বাঁচার আশা থাকে না। ফলে দুর্ঘটনার আশঙ্কায় কেউ কেউ বিমানে ভ্রমণ এড়িয়ে চলতে চান। অনেকে আবার সময় এবং যাত্রার ভোগান্তি এড়াতে বাধ্য হয়ে বিমানে আরোহণ করেন। কিন্তু আতঙ্ক থেকেই যায়।
বিমান দুর্ঘটনায় প্রাণহানি এড়াতে বিজ্ঞানীরা অনেকদিন ধরেই নানা পদ্ধতি আবিস্কারের চেষ্টা চালিয়ে আসছেন। কিন্তু যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে এখনও যুতসই কোনো প্রযুক্তি আবিস্কার করা সম্ভব হয়নি।
সম্প্রতি বিমান দুর্ঘটনার হাত থেকে আরোহীদের উদ্ধারের কাল্পনিক একটি পদ্ধতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখানো হয়েছে, বিমানে যাত্রীদের জন্য আলাদা বাক্স পদ্ধতি প্রয়োগ করলে দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি অনেক কমে যায়।
No comments:
Post a Comment