যুক্তরাষ্ট্রে গুলিতে ২ পুলিশ কর্মকর্তা নিহত - জিনিয়াস ২৪ বিডি

নতুন কিছু জানতে সব সময় চোখ রাখুন

Smiley face

সর্বশেষ

Home Top Ad

For add : 01689145308

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 11 February 2018

যুক্তরাষ্ট্রে গুলিতে ২ পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ৯১১ কলে সাড়া দিতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
শনিবার ওয়েস্টারভিল শহরের কলম্বাস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সেখানে এক পারিবারিক ঝগড়ার ঘটনা নিয়ে জরুরি নাম্বারে ফোন করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে ওয়েস্টারভিলের পুলিশ প্রধান জোয়ে মোরবিটজার জানিয়েছেন, ওই দুই কর্মকর্তা একটি অ্যাপার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য করে গুলি করা হয়।
৩৯ বছর বয়সী পুলিশ কর্মকর্তা এরিক জোয়েরিং ঘটনাস্থলেই মারা যান। ৫৪ বছর বয়সী অপর কর্মকর্তা অ্যান্থনি মোরেলিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় এক সন্দেহভাজন আহত হয়েছেন এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ধরা গলায় মোরবিটজার বলেন, “তারা দুইজন আমাদের অন্যতম সেরা (কর্মকর্তা) ছিলেন। এটা তাদের কল ছিল এবং তারা ঠিকমত সাড়া দিয়েছিলেন।”
ওয়েস্টারভিল শহর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ হেফাজতে থাকা আহত সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্দেহভাজন ওই ব্যক্তির শারীরিক অবস্থা ও তার পরিচয় প্রকাশ করা হয়নি।
কলম্বাস পুলিশের নেতৃত্বে গোলাগুলির এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন মোরবিটজার।
ওয়েস্টারভিলের এ ঘটনার একদিন আগে জর্জিয়ায় এক বন্দুকধারীর গুলিতে অপর এক পুলিশ কর্মকর্তা নিহত ও স্থানীয় শেরিফের দুই ডেপুটি আহত হন। পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন।
শনিবারের ঘটনা বাদেই চলতি বছর যুক্তরাষ্ট্রে দায়িত্বপালনরত অবস্থায় ১২ আইন প্রয়োগকারী কর্মকর্তা নিহত হয়েছেন। এদের মধ্যে নয়জন আগ্নেয়াস্ত্র সম্পর্কিত ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মেমোরিয়াল ফান্ড।
ওহাইওর পুলিশ নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here
Top