১০০ কোটির সম্পদ ছেড়ে সাধু হলেন যুবক! - জিনিয়াস ২৪ বিডি

নতুন কিছু জানতে সব সময় চোখ রাখুন

Smiley face

সর্বশেষ

Home Top Ad

For add : 01689145308

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 21 April 2018

১০০ কোটির সম্পদ ছেড়ে সাধু হলেন যুবক!

মোক্ষেশ শেঠের প্রতীকী ছবি
জৈন ধর্মে সন্ন্যাসজীবন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু শতকোটি টাকার সম্পদ ফেলে সন্ন্যাসজীবন বেছে নেয়াটা একেবারেই ব্যতিক্রম। শনিবার ভারতের আহমদাবাদের গান্ধীনগরে এমন ঘটনা ঘটেছে।
যুবকের নাম মোক্ষেশ শেঠ। বয়স মাত্র ২৪ বছর। ১০০ কোটি টাকারও বেশি পারিবারিক ব্যবসা ও সম্পত্তি রয়েছে তার। কিন্তু সবকিছু ত্যাগ করে শনিবার আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসজীবন বেছে নিয়েছেন তিনি। হয়ে গেলেন একজন জৈন সাধু।
জৈন পরিবারের সন্তান মোক্ষেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পর গত দুই বছর ধরে পারিবারিক ব্যবসার দেখভাল করছিলেন। কিন্তু ব্যবসায় তার ভালো লাগছিল না বলে জানিয়েছে পরিবার।
মোক্ষেশের চাচা গিরীশ শেঠ জানিয়েছেন, মুম্বাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী সন্দীপ শেঠের বড় ছেলের (মোক্ষেশ) সন্ন্যাসী হওয়ার পর তার নতুন নাম হয়েছে, ‘করুণাপ্রেমবিজয়জি’।
মোক্ষেশের পরিবার ছিল গুজরাটের বনাসকাঁঠা জেলার দেস্সা শহরের বাসিন্দা। পরে তারা চলে আসেন মুম্বাইয়ে। ভারতের ‘বাণিজ্য নগরী’তে অ্যালুমিনিয়ামের বিশাল ব্যবসা রয়েছে মোক্ষেশের পরিবারের।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here
Top