মাত্র দুই হাজার টাকায় বিমান ভ্রমণ - জিনিয়াস ২৪ বিডি

নতুন কিছু জানতে সব সময় চোখ রাখুন

Smiley face

সর্বশেষ

Home Top Ad

For add : 01689145308

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 15 February 2018

মাত্র দুই হাজার টাকায় বিমান ভ্রমণ



জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আকাশ পথে ভ্রমণকে আরো সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ওয়ানওয়ে মাত্র দুই হাজার টাকায় (সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ) ভাড়া ঘোষণা করছে।  যাত্রীদের জন্য সুপরিসর বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৩৭ উড়োজাহাজে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে।


তবে এই অফার আগামী ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত বহাল থাকবে।
উল্লেখ্য, উক্ত ভাড়ার উপর দুই বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ৯০% এবং ০২-১২ বছর পর্যন্ত বয়সীদের জন্য ২৫% ডিসকাউন্ট সুবিধা আছে।
বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ক্রেডিট কার্ড/ বিকাশ/ রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড/ রকেট এর মাধ্যমে টিকিট ক্রয়ের সুবিধা থাকছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রীস্মকালীন সময়সূচিতে প্রতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ৫৯ টি এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে ৪৮ টি ফ্লাইট পরিচালনা করছে।
এই অফারের বিষয়ে বিস্তারিত জানতে বিমান ওয়েবসাইট www.biman-airlines.com –এ ভিজিট অথবা ফোন নম্বর ০২-৮৯০১৬০০ /২৭১০ ও ০২-৫৬০১৫১-৫৯  / ১৬১ তে যোগাযোগ করা যেতে পারে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here
Top