সানির বিরুদ্ধে থানায় অভিযোগ - জিনিয়াস ২৪ বিডি

নতুন কিছু জানতে সব সময় চোখ রাখুন

Smiley face

সর্বশেষ

Home Top Ad

For add : 01689145308

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 11 February 2018

সানির বিরুদ্ধে থানায় অভিযোগ

পর্নজগত ছেড়ে অভিনয় জগতে এসেই বাজিমাত করেছেন সানি লিওন৷ পর্নতারকার ইমেজ ঝেড়ে এখন তিনি সফল বলিউড অভিনেত্রী৷ কিন্তু আজও তাকে দেখলে অনেকের চোখে সানির পর্নস্টার ইমেজ ভেসে ওঠে৷ এই পর্নস্টার ইমেজের কারণে ফের বিপাকে পড়লেন সানি৷ তার বিরুদ্ধে  চেন্নাইয়ের নাজারথপেট থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি৷ সেই অভিযোগে বলা হয়েছে, সানি পর্ণগ্রাফিকে প্রচার করেন৷ দেশের আইন অনুযায়ী যা অপরাধ৷ সানির জন্য দেশের সংস্কৃতিরও বারোটা বাজছে বলে দাবি অভিযোগকারীর৷ এদিকে শনিবারই চেন্নাইতে এক বিশেষ অনুষ্ঠানে  যোগ দিতে আসেন সানি৷ এই প্রথম তামিল ছবিতে অভিনয় করতে চলেছেন সানি৷ ছবির নাম ‘ভিরামা দেবী’৷ ঐতিহাসিক পটভূমিকায় নির্মান হতে যাওয়া এ ছবিতে সানিকে যোদ্ধা রাজকুমারীর বেশে দেখা যাবে৷এই চরিত্রের জন্য তাকে চালানোর প্রশিক্ষণ নিতে হয়েছে। এই ছবির অনুষ্ঠানে  চেন্নাইতে পা রাখেন তিনি৷ আর এদিনই থানায় তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে৷ যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোন বিবৃতি আসেনি৷ এটাই প্রথম নয়। এর আগে গত বছর সানির বর্ষবরণ অনুষ্ঠান বন্ধের দাবিতে চেন্নাইতে চলে বিক্ষোভ৷ কিছু কট্টরপন্থী সংগঠন বর্ষবরণের রাতে সানির অনুষ্ঠানের প্রবল বিরোধীতা করে৷ তাদের দাবি এই ধরনের অনুষ্ঠান রাজ্যের সংস্কৃতিতে আঘাত হানবে৷ যার জেরে অনুষ্ঠান বাতিল করা হয়। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here
Top