গুগল অ্যাডসেন্স এ বিজ্ঞাপন যেভাবে পাবেন - জিনিয়াস ২৪ বিডি

নতুন কিছু জানতে সব সময় চোখ রাখুন

Smiley face

সর্বশেষ

Home Top Ad

For add : 01689145308

Post Top Ad

Responsive Ads Here

Tuesday 31 January 2017

গুগল অ্যাডসেন্স এ বিজ্ঞাপন যেভাবে পাবেন

এডসেন্সের অ্যাকাউন্ট পাওয়ার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট পলিসি মেনে চলতে হবে। এটা আর কিছুই না, কিছু নির্দিষ্ট তথ্য আপনার প্রাইভেসি পলিসিতে অ্যাড করতে হবে। গুগল এডসেন্স রয়েছে এরকম কিছু সাইট থেকে প্রাইভেসি পলিসি কপি করতে পারেন। এতে সেই
সাইটের নাম গুলোর বদলে আপনার সাইটের নাম দিয়ে দিবেন। হবুহু কপি না করে কিছুটা চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। আর প্রাইভেসি পলিসি পেজের লিংক অবশ্যই হোমপেজে দিতে হবে। সাথে কনট্যাক্ট আস এবং অ্যাবাউট আস পেজ থাকলে ভাল হয়। আর একটা কথা, অনেক শর্টকাট উপায়ই কিন্তু ২ দিনের মধ্যে এডসেন্স একাউন্ট পাওয়া যায় এবং সেগুলো সেকন্ড রিভিউও পাশ করে, কিন্তু সেই ধরনের একান্টের মেয়াদও শর্ট হয়, তাই না নেওয়াই ভাল। আর কারো কাছ থেকে এডসেন্স একাউন্ট কিনবে না। আমিও দুই দিনের মধ্যে ফুল এপ্রুভড একাউন্ট খুলে আপনাকে বেঁচতে পারি, কিন্তু সেটা টিকবে কি না তার কোন গ্যারান্টি নাই। ১ বা ২ সপ্তাহের ভিতরে ব্যান্ড হয়ে যেতে পারে। ওয়েবসাইটের মাধ্যমে এপ্লাই করে নেওয়াই উচিৎ আপনি যেরকমটা করছেন। অপেক্ষার ফল মিঠা হয়। হতাশ হবেন না। আসলে এশিয়ান কান্ট্রি গুলোকে গুগল সহজে এলাউ করতে চায় না। অন্তত ছয়মাস ধরে ঘোরাবে, তারপর এলাউ করবে। আপনার সাইটের এলেক্সা rank খারাপ না, কিন্তু তাও যথেষ্ট নয় কারন, আপনার এই rank এ গুগলের পেআউট থ্রেশহোল্ড ১০০ ডলার তুলতে হলে আপনার সাইটের CTR কম্পক্ষে ১০% হতে হবে বা তারও বেশি। তারউপর আপনার বাংলাদেশের টপিক, তাই UK/USA/Australlian ক্লিক কম আসবে। সাউথ এশানরা ক্লিক করলে আপনি পাবেন ২০ সেন্ট বা তারও কম। প্রথম শ্রেণীর দেশ থেকে কেউ ক্লিক করলে যেখানে ১ ডলার বা তার কাছাকাছি পাবেন। আসলে নির্ভর করে CPC এর উপর, যা আপনার টপিকের ক্ষেত্রে কম। এক্ষেত্রে গুগল আপনাকে টার্গেটেড এড দিবে না, কিছু জেনারালাইজড সাধারণ এড দিবে, যার CPC কম। যাই হোক অনেক কথা বলে ফেললাম। তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে কাজ করুন। কারণ, এডসেন্ট একাউন্ট একবার ব্যান হয়ে গেলে দ্বিতীয়বার পাওয়া কঠিন, ঠিকানা, ফোননম্বর, ইমেইল ইত্যাদি চেঞ্জ করতে হয় কিংবা অন্যের নামে একাউন্ট খুলতে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আশাকরি ঠিকমতো এপ্রুভাল পেয়ে যাবেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here
Top